আজকের তারিখ : নভেম্বর ২৪, ২০২৪, ১:০১ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৮, ২০২৩, ৬:২৩ পি.এম
নড়াইলের দুটি আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে ১২ এমপি প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধির কাছে নির্বাচনী প্রতীক হস্তান্তর করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় সহকারি রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো: জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
নড়াইল-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বি এম কবিরুল হক মুক্তির পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে নৌকা প্রতীক গ্রহণ করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জানান, নড়াইল-১ আসন নড়াইল সদর উপজেলার ৫টি ইউনিয়ন, কালিয়া পৌরসভা ও কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বি এম কবিরুল হক মুক্তিকে নৌকা প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মোঃ মিল্টন মোল্যাকে লাঙ্গল প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলামকে হাতুড়ী প্রতীক, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী শ্যামল চৌধুরীকে সোনালী আঁশ প্রতীক, জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী শামীম আরা পারভীনকে বাইসাইকেল প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী চন্দনা হককে ঈগল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
নড়াইল-২ আসন নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন, নড়াইল পৌরসভা, লোহাগড়া পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজাকে নৌকা প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে লাঙ্গল প্রতীক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি শেখ হাফিজুর রহমানকে হাতুড়ী প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনিরুল ইসলামকে আম প্রতীক, গণফ্রন্ট মনোনীত প্রার্থী মোঃ লতিফুর রহমানকে মাছ প্রতীক এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মোঃ মাহাবুবুর রহমানকে মিনার প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতীক বরাদ্দের পর থেকে আচরণবিধি মেনে এমপি প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে তিনি ( রিটার্নিং অফিসার) জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha