ফরিদপুরের সালথায় সারের দাম বেশি রাখায় এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট শাহাদাৎ হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে সালথা সদর বাজারের বিসিআইসি ও বিএডিসি ডিলার মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ কে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, সালথা থানার উপপরিদর্শক এস আই আব্দুল হালিম মিয়াসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।
আদালত সূত্রে জানা যায়, বাজারে ডিলাররা এমওপি সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও খুচরা বিক্রেতারা দাম বেশি রাখছে এমন অভিযোগের ভিত্তিতে উপরোক্ত এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, সারের দাম বেশি রাখায় এক ডিলারকে জরিমানাসহ কঠোরভাবে সতর্ক করা হয়েছে। কৃষকদের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এসময় তিনি জনসাধারণের কাছে অনিয়মের তথ্য চেয়ে সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha