যথাযোগ্য মর্যাদায় ও বিপুল অংশগ্রহনে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক শহর জেনেভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যানু মহাত্মা গান্ধী হল রুমে সুইজারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের নাচ ও প্যারেড সহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যেদিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খানের উপস্থাপনায় এবং সংগঠনের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও ৭১ এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বজ্রকন্ঠ ডঃ ইকবাল আহমেদ এবং বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক গৌরি চরণ সসীম প্রমুখ।
সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। কোরআন পাঠ করেন আবু বকর মোল্লা, গীতা পাঠ করেন অনিল কুমার বনিক, ত্রিপিটক পাঠ করেন সমিরন বড়ুয়া জিশু।
সুইজারল্যান্ড আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্যেদিয়ে সাংস্কৃতিক পর্বের সূচনা এবং শুরুতেই শশী খানের পরিচালনায় শিশু শিল্পী এলিনা ও মায়া এর দ্বৈত নাচ উপস্থিত সকলকে চমক লাগিয়ে দেয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী তুলি বড়ুয়া, গৌরী চরণ রিমি, পল্লবী রায়, রবিন বড়ুয়া, রুমি বরুয়া এবং সংস্কৃতিক সম্পাদক মুন্নু রানী বণিক মুন সংগীত পরিবেশন করেন।
বাংলার পতাকার রঙের পোষাকে শিশু, কিশোর, মহিলা ও পুরুষের বিপুল অংশগ্রহন ও দেশীয় রকমারী খাবারের মেলায় মনে হচ্ছিলো এ যেনো সুইজারল্যান্ডের বুকে ছোট্ট এক টুকরো বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha