কুষ্টিয়া-৩ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার (১৭ ডিসেম্বর) তিনি দুপুর ১২টার দিকে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন।
গোলাম মহসিন বলেন, জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনুর নির্দেশনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
কুষ্টিয়া-৩ আসনে এখন বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাড়া বৈধ প্রার্থী থাকলেন স্বতন্ত্র কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু, ন্যাশনাল পিপলস্ পার্টির ফরিদ উদ্দিন শেখ, বিএনএফের কেএম জহুরুল ইসলাম ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মেহেদী হাসান রিজভী।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ জানান, এছাড়াও সকালে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রত্যাহারপত্র জমা দিয়েছেন জাকের পার্টির কুষ্টিয়া-১ আসনের প্রার্থী আসাদুজ্জামান উৎফল, কুষ্টিয়া-২ আসনের রওশন আলী ও কুষ্টিয়া-৩ আসনের মীর আশরাফ শাহীনুর রহমান আজাদ।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫