আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৬, ২০২৩, ২:২৯ পি.এম
সদরপুরে মহান বিজয় দিবস পালিত

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে যথাযথ শ্রদ্ধা ভালবাসা ও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচি। সূর্যদয়ের প্রাক্কালে থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিবসের সুভ সুচনা।
সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও সকল ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন সকাল ৭ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ। ৭ টা ১৫ মিনিটে উপজেলার রাজার চর ওয়াজিবুল্লাহর কান্দি শহীদ মুক্তিযোদ্ধস্র পরিবারে গমন ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও সালাম গ্রহন এবং পুলিশ আনসার ও ভিডিপি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিএনসিসি স্কাউট গার্লস গাইড এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে মার্চপাষ্ট ডিসপ্লে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে বীর সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান। বাদ যোহর জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্বার মাগফেরাত কামনা করে মসজিদ মন্দির ও অন্যান্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা হাসপাতাল এতিমখানা ও হাজত খানায় উন্নত মানের খাবার পরিবেশন এ ছাড়াও বিকেল ৩ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রীতি ফটবল ম্যাচে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একাদশ বনাম মুক্তিযোদ্ধা ও সুধী একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। এছারাও সন্ধ্যা ৬ উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
সকাল ৮ টা ৩০ মিনিটে সদরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বিভিন্ন ডিসপ্লে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন পেশার জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha