আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৬, ২০২৩, ৪:৪৬ পি.এম
নাগেশ্বরীতে কুরআন তেলওয়াত, ইসলামি সংগীত এবং শীতবস্ত্র বিতরণ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদরাসা ছাত্রদের কুরআন তেলওয়াত, ইসলামি সংগীত, পুরস্কার বিতরণ এবং এতিম-দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১৫ ডিসেম্বর) নাগেশ্বরী বণিক সমিতি হল রুমে এ অনুষ্ঠান হয়।
হামিউছুন্নাহ কাসিমুল উলুম ক্বওমি মাদরাসার মুহ্তামিম আলহাজ্ব মাওলানা মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাদিকুল ইসলাম সোহেলের সার্বিক তত্বাবধানে এবং মো. জোনায়েদ হোসেনের সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী হারিসুল বারী রনি।
বিশেষ অতিথি সাবেক সাব-রেজিস্ট্রার আলহাজ্ব মো. রজব আলী, নাগেশ্বরী বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাহমুদুল হাসান সোহেল, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও নাগেশ্বরী বণিক সমিতির সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মতি সরকার এবং কুড়িগ্রাম জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ অনেকে।
এসময় বিশেষ আলোচনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মো. হাফিজুর রহমান এবং রুইয়ার পাড় জামে মসজিদ-এর খতিব মাওলানা মো. শাহ আলম।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha