আজকের তারিখ : জানুয়ারী ১৭, ২০২৫, ৯:১১ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৬, ২০২৩, ৫:২১ পি.এম
কালুখালীতে মহান বিজয় দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে কালুখালী থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবস এর কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টায় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন কালুখালীর চাঁদপুর মোড়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ইসরাত জাহান উম্মন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আকামত আলী ও ডেপুটি কমান্ডার আঃ খালেক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন ও পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ একে হাসানুজ্জামান জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কালুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বাকী বিল্লাহ জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া কালুখালী সরকারি কলেজ,কালুখালী মহিলা কলেজ,কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
দুপুরে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শরীর চর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিকেলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha