শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর পরিবেশবান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধ-হরতালে নাশকতার প্রেক্ষাপটে হানিফ এ সব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রাখে তবে আগামীতে এই দলটি বিলুপ্ত হয়ে যাবে। আর আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হচ্ছে। অচিরে নাশকতামূলক কর্মকাণ্ড নিমূল হয়ে যাবে।
তিনি বলেছেন, তারেক রহমান কোনো রাজনৈতিক নেতা নয়। মা প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার দাপট দেখিয়ে দূর্নীতি আর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। এই দণ্ডপ্রাপ্ত বিদেশে পলাতক আসামির বিরুদ্ধে অগুনতি মামলা রয়েছে। তার কথায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচন বানচাল করতে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। বাসে-ট্রাকে আগুন দিয়ে মানুষের জানমালের ক্ষতি করছে। যারা এই ধরনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাদের লজ্জা হওয়া উচিত।
এক প্রশ্নের জবাবে হানিফ আরও বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন অনিবার্য, তাই নির্বাচন কমিশনের ‘১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কেন্দ্রিক ছাড়া আর কোনো কর্মসূচি পালন করা যাবে না’-এমন সিদ্ধান্ত সময়োপযোগী।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫