ফরিদপুরে চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে স্বাধীনতা ভাস্কর্য চত্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে উপজেলার মধ্য বি.এস.ডাঙ্গী অবস্থিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে মোমবাতি প্রজ্বলন, ১মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি সহ নানা শ্রেনী পেশার মানুষ।
পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে স্বাধীনতা চত্বরে দিবসটির গুরত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়োরম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহনাজ পারভীন বীথি,থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,শিক্ষক মোঃ মোজাহারুল হক,মোঃমনিরুজ্জামান ও সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা পাক হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির হাতে ঐ রাতে নিহত হওয়া শহীদ বুদ্ধিজীবীদের স্মরন করে তাৎপর্যপূর্ন বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111