আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ১১:৪৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৪, ২০২৩, ৩:৫৯ পি.এম
মাগুরায় খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ শুরু
মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীনে ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ ২০২৩-২৪ এর আওতায় গত ২৩ নভেম্বর শুরু হয় এবং শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৪ সাল তারিখে। বৃহস্পতিবার ১৪ ডিসেম্বর দুপুর ১ টার সময় সদর উপজেলা খাদ্য গোডাউনে আমন সংগ্রহ করা হচ্ছিলো।
মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার জানান, মাগুরা জেলায় ২৪৮২.০০০ মে: টন ধান ও ২৪৮৬.০০০ মে: টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়েছে। অদ্যবধি ৫০০.০০০ মে: টন ধান এবং ৭০০.০০০ মে: টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩০ টাকা এবং প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৪৪ টাকা। সংগ্রহের মেয়াদ গত ২৩ নভেম্বর ২০২৩ সালের তারিখ হতে আগামী ২০২৪ সালের ২৮ তারিখ পর্যন্ত। জেলায় লক্ষ্য মাত্রাকৃত সিদ্ধ চাল সরবরাহের জন্য ৯২ জন সচল ও চাল উৎপাদন যোগ্য মিল মালিক চুক্তি করেছে। কৃষকের অ্যাপের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছভাবে ধান সংগ্রহ হচ্ছে।
ধান সরবরাহকারী কৃষক আক্কাস, আলতাফ, গোলাম নবী শরীফ, মশিয়ার জানায় এবার বাজার মূল্যের চেয়ে সরকারি মূল্য বেশি থাকায় আমরা গুদামে ধান বিক্রি করে লাভবান হচ্ছি। এখানে কোন প্রকার দালাল বা মধ্যস্বত্বভোগিদের কোন দৌরাত্ম্য নেই, অত্যন্ত স্বচ্ছভাবে আমরা ধান বিক্রয় করছি। মিলারগণ বলেন, আমরা অত্যন্ত স্বচ্ছ ও হয়রানি মুক্তভাবে সরকারি বিনির্দেশনা সম্মত চাল গুদামে সরবরাহ করছি। আমাদের মূল চুক্তিকৃত চাল দ্রুত সরবরাহ শেষ করে আরো বরাদ্দ নিতে চাই।
খাদ্য গুদাম চত্বরে এসময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার, সদর ওসি এলএসডি তরুণ কুমার বালা, সহকারী উপখাদ্য পরিদর্শক ফারজানা খাতুন, মিলার আব্দুর রাজ্জাক, ভাই ভাই রাইস মিলের মালিক প্রতিনিধি আলতাফ, আমেনা অটো রাইস মিলের মালিক প্রতিনিধি সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha