আজকের তারিখ : জানুয়ারী ৫, ২০২৫, ৭:১৮ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৪, ২০২৩, ১:৩৪ পি.এম
গোয়ালন্দে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সাথে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধির সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরীফুল ইসলাম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মো. আয়ুব আলি সরদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আঃ কাদের শেখ, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha