আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৩, ২০২৩, ৯:৪৩ পি.এম
বাঘা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
রাজশাহীর বাঘায় বাঘা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসরাম।বুধবার(১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন কর্মস্থল বাঘা উপজেলায় যোগদানের পর বিকেল পৌণে ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় করেন।
এ সময় তিনি জনকল্যানে কাজের সুবিধার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, নাটোর পল্লী বিদুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সহ সভাপতি গোলাম তোফাজ্জল কবীর মিলন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, সমাজকল্যাণ সম্পাদক আখতার রহমান, অর্থ সম্পাদক লালন উদ্দিন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলুর রহমান মুক্তা, সদস্য আব্দুল হামিদ মিঞা, সাইদুল ইসলাম, সুব্রত কুমার, দোয়েল হোসেন, জহুরুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।
বাঘাপ্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর আগের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে বিদায়ী নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আখতারকে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে সংর্বধনা দেওয়া হয়েছে।
বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় বিদায়ী নিবাহী অফিসারকে বাঘা প্রেসক্লাবের পক্ষ থেকে সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।বিদায়ী অতিথীসহ আরো দুইজন অতিথীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বক্তব্যকালে বিদায়ী নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নির্বাহী অফিসার হিসাবে আমার প্রথম যোগদান, বাঘা উপজেলায়। দেড় বছর চাকরি কালিন সময়ে বাঘা প্রেসক্লাবের সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছি। আগামীতে যিনি দায়িত্ব পালন করবেন, তার কাজের অগ্রগতিতে সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন- সংগৃহিত সংবাদ সরবরাহ করে প্রেসক্লাবের সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেন বলে যোগদানের পর জেনেছি। আগমীতেও দেশ ও জনকল্যাণে ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। আপনাদের দায়িত্বশীল ভূমিকা আমাকে মনে করিয়ে দিবে আপনাদে কথা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতানসহ বাঘা প্রেসক্লাবের সদস্যগন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha