আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৩, ২০২৩, ৯:০৯ পি.এম
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন

'খেলাধুলায় বাড়ায় বল, মাদক নয় খেলতে চল' এই শ্লোগানকে সামনে নিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম গ্রুপ ফুটবল একাডেমীর আয়োজনে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজেএম কলেজ মাঠে বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এই আয়োজন ১৩ তারিখ থেকে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বিজিএম গ্রুপের কর্ণধার আলহাজ্ব রুবেল মাহমুদ রতনের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই খেলার শুভ উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সোহেল রানা পবন।
এলাকার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক হিসেবে আলহাজ রুবেল মোঃ রতনের অনেক সুনাম রয়েছে তার ঐকান্তিক প্রচেষ্টায় আজ বুধবার থেকে আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যে সকল আয়োজন রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাটলেটিক্স ,ফুটবল টুর্নামেন্ট, লাঠি খেলা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন।
উক্ত আয়োজন সম্পর্কে বিজেএম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহামুদ রতন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম মাদক এবং মোবাইলের আসক্ত হয়ে অন্ধকার এক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের খেলার মাঠগুলো কিভাবে পরিত্যক্ত হয়ে উঠেছে যার ফলশ্রুতিতে সামাজিক বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে যার ভুক্তভোগী আমরা সবাই, সামাজিক এই অবক্ষয়ের রোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
এ লক্ষ্য পূরণে আমরা গত সেপ্টেম্বর মাসে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম সেখানে অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে মোটামুটি ১৫ টা দল গঠন করে মাসব্যাপী খেলার আয়োজন করি।
আর তারাই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা সহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর তাগিদ থেকে আমরা আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি বিজেএম কলেজ মাঠে বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে আমাদের এই আয়োজনে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি; পাশাপাশি আপনার সন্তান যেন মাদক এবং মোবাইল আসক্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ।
মাদক ও মোবাইল ফেলে তাকে খেলাধুলা উৎসাহিত করুন এবং আমাদের একাডেমিতে ভর্তির বা খেলাধুলায় উৎসাহিত করতে আমাদের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিন।
তিনি আরো বলেন ১৬ ডিসেম্বরের দিন সকালে বিজয় র্যালি শেষে বিভিন্ন ধরনের খেলাধুলার ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন শেষে সন্ধ্যা ছয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha