আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৩, ২০২৩, ৪:৫৯ পি.এম
রাজাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানায় যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান। বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে (ওসি) মু.আতাউর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তবে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।
এসময় রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আ: বারেক ফরাজি, সভাপতি মো. এনামুল হোসেন খান, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাধারণ সম্পাদক অহিদ সাইফুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) রাজাপুর শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুদেব মালাকার, রাজাপুর সাংবাদিক ক্লাব এর সভাপতি রহিম রেজাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha