আজকের তারিখ : জুলাই ১২, ২০২৫, ৮:১১ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১৩, ২০২৩, ৩:৩৫ এ.এম
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ পেল বাংলাদেশ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। যার পরিমাণ ৬৮ দশমিক ২ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ ৭ হাজার ৪৯১ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠকে এ অর্থ ছাড় হয়। গত ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬০ লাখ ডলার বুঝে পায় বাংলাদেশ।
ঋণের শর্ত হিসেবে ২০২৫ সালের মধ্যে আর্থিক খাতের সংস্কারসহ নানা খাতে ১৯টি শর্ত বেঁধে দেয় আইএমএফ। যার আওতায় ছয়টি শর্ত বাস্তবায়ন করার কথা গেল জুনে। তথ্য বলছে, ৪টি শর্ত পূরণ করতে পেরেছে বাংলাদেশ। তবে রিজার্ভ আর রাজস্ব খাতে সফলতা দেখানো যায়নি। নির্বাচনের পর এ বিষয়ে জোরাল উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha