আজকের তারিখ : ডিসেম্বর ২৭, ২০২৪, ২:৩২ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১২, ২০২৩, ৬:৩৪ পি.এম
নগরকান্দা থানা অপরাজিত চ্যাম্পিয়ন, রানার আপ ফরিদপুরের কোতোয়ালি থানা
ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এসপি আন্তজেলা ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নগরকান্দা থানা। প্রতিযোগিতার রানার আপ হয়েছে ফরিদপুর কোতোয়ালি থানা। মঙ্গলবার বিকেলে ফরিদপুর পুলিশ লাইনের মাঠে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ফাইনালে নগরকান্দা থানা ফরিদপুর কোতোয়ালি থানা কে ২-১ সেটের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
তারা প্রতিযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানা দলকে ২৫-২৩ ২৫-২৩ এবং ২৫-২০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে উত্তেজনাপূর্ণ এই খেলাটি দেখার জন্য বিভিন্ন বয়সী দর্শক মাঠে এসে উপস্থিত হয়। এ সময় তারা উভয় দলের খেলোয়াড়দের খেলার প্রশংসা করেন এবং হাততালি দিয়ে অভিনন্দন জানান।
খেলা শেষে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সালাউদ্দিন, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
এ সময় ফরিদপুর জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে বক্তারা বলেন যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে জেলা পুলিশ এই টুর্নামেন্টে আয়োজন করে খেলোয়াড়দের মাঠমুখি করতে সক্ষম হয়েছে। এখানে প্রত্যেকটা খেলাই ভালো হয়েছে এবং দর্শকেরা তা থেকে আনন্দ পেয়েছে।
এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক ভালো খেলা উপভোগ করেছি। এবং ভালো খেলাও দেখতে পেয়েছি। আগামীতে এ ধরনের টুর্নামেন্ট থেকে অনেক ভালো খেলোয়ার বেরিয়ে আসবে বলে বক্তারা জানান।
এছাড়া খুব শীঘ্রই ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
প্রতিযোগিতায় অনুষ্ঠানে ম্যান অফ দ্যা ফাইনাল এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়। এছাড়া টুর্নামেন্টের প্রত্যেক খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ, সেরা খেলোয়াড় এবং আম্পায়ারদের ও পুরস্কৃত করা হয়।
উল্লেখ করা যেতে পারে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি ও ২০ হাজার টাকা এবং রানার আপ দল ট্রফি ও ১৫ হাজার টাকার প্রাইজমানি অর্জন করেন।
উল্লেখ করে যেতে পারে গত ২৮ নভেম্বর থেকে মোট ১০ টি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha