মোঃ আমিন হোসেন : ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। ১১ডিসেম্বর রাতে উপজেলার দপদপিয়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, নলছিটি থানায় কর্মরত এসআই শহিদুল ইসলামের নেতৃত্ব একটি বিশেষ অভিযানের টীম ১১ডিসেম্বর রাতে দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের দক্ষিন-পশ্চিম পাশে মাস্টার বাড়ির রাস্তার সামনে গাছের পাশে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করে। এসময় সাথে ছিলেন এস.আই মাইনুল ইসলাম ও এ.এস.আই মো. কাওসার আহমেদ।
এ ব্যাপারে এসআই শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান কালে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সাথে জরিতদের খুঁজে বের করতে অভিযান চলমান আছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫