আজকের তারিখ : ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৩৭ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২৪, ২০২১, ৮:৫২ পি.এম
পাবনার সুজানগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাবনার সুজানগরে শনিবার(২৪ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ভায়না ইউনিয়নের কাঠালবাড়ীয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন নারীসহ দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার ঘোড়াদহ গ্রামের শামীম হোসেনের স্ত্রী জুথি খাতুন (২৫) ও বেড়া উপজেলার শিবপুর গ্রামের রোস্তম আলীর ছেলে রতন হোসেন (২৫)।
ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে একটি ভটভটি গাড়ী বেড়ার নাটিয়াবাড়ি থেকে সিমেন্ট নিয়ে সুজানগর পৌর বাজারে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইলে আরোহী শামীম হোসেন ও তার স্ত্রী জুথি খাতুন ঐ স্থানে পৌঁছে ভটভটি গাড়ীর সাথে প্রচন্ড জোরে ধাক্কা খায়। এতে সিমেন্টের উপর থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভটভটির হেলপার উক্ত রতন হোসেন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইলে আরোহী জুথি খাতুন নিহত হয়।
সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস দুর্ঘটনায় নিহতের খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha