আজকের তারিখ : ডিসেম্বর ২২, ২০২৪, ১০:০৯ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ২, ২০২৪, ৯:১৭ এ.এম
মাগুরায় মানবাধিকার দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ যথাযোগ্য মর্যাদায় মাগুরা জেলায় মানবাধিকার দিবস ২০২৩ পালিত হয়েছে।
রবিবার ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'চাঁদের হাট' এ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাগুরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাসের বেগ।
মানবাধিকার দিবস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার বিষয়ে মূল্যবান বক্তব্য জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের সব নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন যে, মানুষের মৌলিক অধিকার ও চাহিদা নিশ্চিতের পাশাপাশি, জনগণের নিরাপত্তাবিধান, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha