গোপালগঞ্জের কাশিয়ানীতে চোর সন্দেহে পিটিয়ে ব্যাটারিচালিত ভ্যানচালক সাইফুল মল্লিক (২০) হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬।
শনিবার (৯ ডিসেম্বর) ফরিদপুর ও খুলনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
গ্রেফতার আসামিরা হলেন কাশিয়ানী উপজেলার দরিয়া পদ্মবিলা গ্রামের মৃত ছাকেম শেখের ছেলে নাদের শেখ, নাদের শেখের ছেলে হাবিব শেখ ও মৃত ইসরাইল শেখের ছেলে আরিফ শেখ।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৩ ডিসেম্বর সকালে মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের মৃত রোকন মল্লিকের ছেলে ভ্যানচালক সাইফুল ভাড়ায় ভ্যান চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কাশিয়ানী উপজেলার পদ্মবিলা আবুল মোল্যার মাছের ঘেরের কাছে রাস্তায় পৌঁছালে আসামীরা তাকে চোর সন্দেহে ধাওয়া করে। সাইফুল দ্রুত ভ্যান নিয়ে ওই স্থান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে পদ্মবিলা ব্রিজের গোড়ায় ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় আসামীরা তাকে বেধড়ক মারধর করে। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করার পর আসামিরা পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, আসামীদের গ্রেফতার করতে র্যাব-৬ কোম্পানীর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়াপাড়া বাজার, খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আসামীদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111