আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৯, ২০২৩, ৭:৪০ পি.এম
মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৩ উপলক্ষে শনিবার ৯ ডিসেম্বর সকাল ৮.৩০ টার সময় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বিজয় চত্ত্বরে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরবর্তীতে জেলা পর্যায়ের সকল দপ্তরের সমন্বয়ে একটি মনববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'চাঁদের হাট' এ মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এবং ঝিনাইদহ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ও মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহফুজুর রহমান খান সভাপতি মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বিভিএম, মাগুরা সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান সহ প্রমুখ।
বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে এবং উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাগুরা ও জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, মাগুরা এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর, ২০২৩) বিষয়ে একটি বর্ণাঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ, 'চাঁদের হাট' এ দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ অর্থবছরে জেলা পর্যায়ে ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে এবং উপজেলা পর্যায়ে (মাগুরা সদর) ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, জেলা পর্যায়ে- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রোমানা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে এলোয়ারা সুলতানা, সফল জননী নারী ক্যাটাগরিতে পিকিরন নেছা, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে উম্মে হানি সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে লিপিকা দত্ত।
উপজেলা পর্যায়ে (মাগুরা সদর)- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে পম্পা রানী ঘোষ, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে এলোয়ারা সুলতানা, সফল জননী নারী ক্যাটাগরিতে রায় কৃষ্ণা রানী, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে হালিমা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে লিপিকা দত্ত।
পুরস্কারপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছাসহ একটি করে ক্রেস্ট, সার্টিফিকেট ও শাল প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha