আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৪:১৩ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৯, ২০২৩, ৮:৩৯ পি.এম
হাতিয়া দ্বীপ সমিতি ঢাকা কর্তৃক ১১ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান

প্রতি বছরের ন্যায় হাতিয়া দ্বীপ সমিতি-ঢাকা দ্বীপের মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আবেদন সাংগঠনিক বাছাই প্রক্রিয়া শেষে ২০২৩ সালের জন্য ১১ জন মেধাবী শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
শনিবার বিকেল ৩ টায় হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে বৃত্তি প্রদান উপলক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ জাহেদুল আলমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন, উপজেলা ভাইসচেয়ারম্যান কেফায়েত উল্যাহ, সমিতির সদস্য অধ্যাপক সুফিয়া আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল প্রধান ও অভিভাবকদের উপস্থিতে বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীকে এককালীন দশ হাজার টাকা করে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha