“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা ” এই শ্লোগান নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্যাতিক নারী নির্জাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার(৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে পরিষদ সভা কক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)শাহনাজ পারভীন বীথি এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহীদ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মোঃ শাহজাহান খান প্রমুখ।
পরে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী, সফল জননী ও নির্যাতনের স্বীকার হয়েও নতুন উদ্যেমে জীবন শুরু করা এমন ৫জন নারীকে জয়িতা সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।জয়িতারা হলেন সাবরীনা শিপু, সাজেদা সুলতানা, শিমু আক্তার, কামরুন্নাহার ও মনোয়ারা পারভীন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111