আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৮ এ.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৯, ২০২৩, ৬:৪৩ পি.এম
শালিখায় বেগম রোকেয়া দিবস ২০২৩ পালিত

মাগুরা শালিখায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলায় আলোচনা সভা ও পাঁচ জন সফল নারী জয়িতাকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। আজ ৯ডিসেম্বর শনিবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা হল রুমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেন।স্বগতিক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দ্বায়িত্ব আব্দুল্লা আউয়াল ও শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ।
আলোচনা সভা শেষে উপজেলার পাঁচ জন সফল নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।তারা হলেন সফল জননী নারী,উপজেলা চেয়ারম্যান এ্যাড.কামাল হোসেনের মা জহুরা বেগম।শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী তানিয়া শারমিন।অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মঞ্জু রানী মন্ডল। সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী পঞ্চমী রানী রায়।নির্যাতিত নারী চন্দ্রিমা বিশ্বাস। এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক রবিউল ইসলাম ও জি এম তারেক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha