ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলায় জীবন সংগ্রামে জয়ী হয়েছেন সমকাল সাংবাদিকের মাতাসহ চার জন নারী। তাদের শ্রেষ্ঠ জয়িতা-২০২৩’র সম্মানে ভূষিত করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। শ্রেষ্ঠ জয়িতা-২০২৩ এর সম্মানপ্রাপ্ত চার নারী হলেন, সফল জননী নারী ফরিদা ইয়াসমিন, অর্থনৈতিভাবে সাফল্য অর্জনকারী শারমিন আফরোজ (সুমি), নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরুকারী নারী মোছাঃ জেসমিন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী মোসাঃ শাহানারা বেগম।
শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীর আবেদন পাওয়া যাইনি।
শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) রজত বিশ্বাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ওসি তদন্ত শামিনুল হক, কৃষি অফিসার তুষার সাহা ও প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।
সফল জননী নারী ফরিদা ইয়াসমিনের স্বামী বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন তিন ছেলে ও এক মেয়ে রেখে ১৯৯৯ সালে ইন্তেকাল করেন। বড় ছেলে ডিগ্রি পাশ করে ব্যবসার পাশাপাশি সমকাল পত্রিকায় আলফাডাঙ্গা প্রতিনিধি হিসেবে কাজ করছেন, মেঝ ছেলে শাহিন আলম ৩০ তম বিসিএস থেকে নন ক্যাডারে সাবরেজিস্টার ও ছোট ছেলে নৌবাহিনীর বেসামরিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন এবং একমাত্র মেয়ের বিবাহ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha