বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম এই কারাদণ্ডাদেশ ঘোষণা করেন। আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন।
তারা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের ইউসুফ আলী (৫২)।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫