আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ১০:২১ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৭, ২০২৩, ৩:৪১ পি.এম
খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন মোঃ ছাবের।
ডা. মেমং মারমার সঞ্চালনায় অবহিতকরণ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জীতেন বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, প্রেস ক্লাবের সহ -সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদসহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমওসিএস ডা. ইমতিয়াজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনে বিভিন্ন বিষয়ে অবহিত করেন। কর্মশালায় সিভিল সার্জন মোঃ ছাবের বলেন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা হচ্ছে। সারাদেশের মতো খাগড়াছড়ি জেলায়ও আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার ইপিআই কেন্দ্র সমূহে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ১লাখ ৮ হাজার ১১৬জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বলেন- কর্মশালা থেকে লব্দ জ্ঞান ও ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন সফল ও সার্থক করার জন্য উপস্থিত সকল গনমাধ্যম কর্মীদেরকে টিভি, পত্রিকা ও অনলাইন মিডিয়াতে বহুল প্রচারের জন্য আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha