বৃহত্তর ফরিদপুরের মধ্যে বিভিন্ন প্রকার সবজী উৎপাদনে এগিয়ে রয়েছে জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী এলাকা। এখানে প্রতিদিন সকালে স্থানীয় বাজারগুলোতে বিভন্ন প্রকার সবজী পাইকারী ও খুচরা দামে বিক্রি করা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা প্রতিদিন মজুমদার বাজারসহ স্থানীয় বাজার থেকে সবজী ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করে থাকেন। এই এলাকার মাটি সবজী চাষের উপযোগী হওয়ায় স্থানীয় চাষীরা প্রতিবছর বেগুন, সিম, বরবটি, পেঁয়াজ-মরিচ, ঝিঙা, টমেটো, চিচিংঙ্গা, মিষ্টি কুমড়া, লাউ, ধুন্দুল, কাঁচকলা, শসা, মূলা, পাতাকপি, ফুলকপি, লালশাক, পালংশাক, ধনিয়াপাতাসহ বিভিন্ন প্রকার শাক-সবজী উৎপাদনে সাফল্য দেখিয়ে আসছে।
সবজী চাষী ওবায়দুর রহমান জানান, বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার কারণে স্বল্প সময়ে এখান থেকে বিভিন্ন প্রকার শাক-সবজী দেশের বৃহত্তম আড়ৎ ঢাকার কাওরান বাজার, শ্যাম বাজারসহ বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। পদ্মা সেতুতে রেল সংযোগ চালু হওয়ায় আগের তুলনায় আরও বেশী দামে সবজী বিক্রী করতে পারছি।
চাষী আবুল সত্তার খানের সাথে কথা হলে তিনি জানান, আমি এবছর ১৫ শতাংশ জমিতে সিম চাষ করেছি। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হয়েছে। বাজারে ভাল দাম পেলে লাভবান হবো।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম নূরু বলেন, সরকার যদি কৃষকদের প্রনোদনার মাধ্যমে আর্থিক সহযোগীতা করে তবে তারা অনেক উপকৃত হবে।
সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান, এবার শীত মৌসুমে ৭২৫ হেক্টর জমিতে আমরা সবজী চাষের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ প্রদান করছি এবং সরকারী বিভিন্ন সাহায্য সহযোগীতা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha