প্রধানমন্ত্রীর অনুশাসন “দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাদী জমিতে বাগান তৈরীর লক্ষে বিনামূল্যে সব্জির চারা বিতরন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১২ টার দিকে পরিষদ চত্বরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে বিভিন্ন জাতের সব্জির চারা তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ এর সভাপতিত্বে চারা বিতরন অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।
জানা যায় উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনাবাদী ও পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষে চলতি শীত মৌসুমে টমেটো ও বেগুন সহ বিভিন্ন প্রজাতির চারা বিনামূল্যে বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111