বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার যোগদান করায় স্থায়ী ভাবে বহিষ্কার করেছে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কার আদেশ দেন।
আদেশকৃত চিঠি থেকে জানা যায়,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার অনেক দিন আগের থেকে দলের নিয়ম নীতি বহির্ভূত কার্যক্রম চালিয়ে আসচ্ছেন।
গত পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে কাজ করেছেন। এ বিষয় নিয়ে একাধিক বার তাকে মৌখিক ভাবে সর্তক করা হয়েছে। গত ৩ ডিসেম্বার রোববারবাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহম্মদ আবু জাফর তার নির্বাচনি এলাকা ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা উপজেলায় আগমনে করে মতবিনিময় করেন।
ওই মতবিনিময় সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার বিএনএম নেতার পাশের চেয়ারে দেখা যায়। ওই দিন সমকাল অনলাইন পত্রিকায় ‘ফরিদপুরে বিএনএমে যোগ দিলেন আ.লীগ নেতা শিরণামে নিউজ প্রকাশ হয়। ওই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিটিংয়ে সর্ব সম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিধান্ত হয়।
দুই দিনপর মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে সৈয়দ আশরাফ আলী বাশার জানান, আমি বহিষ্কারের কোনো চিঠি হাতে পাইনি, আমি কিছু জানিনা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha