আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ১০:০৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৩, ২০২৩, ১০:৩৩ পি.এম
আজ খোকসা হানাদার মুক্ত দিবস

আজ ৪ ডিসেম্বর ২০২৩ কুষ্টিয়া জেলার খোকসা হানাদার মুক্ত দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে পালিত হবে।১৯৭১ সালে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা খোকসা থানা হানাদার মুক্ত করে স্বাধীন করেন। খুলনা বিভাগের মধ্যে খোকসা উপজেলা প্রথম হানাদার মুক্ত হয়।
উপজেলার বিভিন্ন স্থানে মুক্তিবাহিনী ও গেরিলা বাহিনী একের পর এক হামলা চালিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ও দেশীও শত্রুদের পরাজিত করে। অবশেষে পাকিস্তানি হানাদার বাহিনী খোকসা থানা এসে অবস্থান করে খবর পেয়ে মুজিববাহিনী ও গেরিলা বাহিনী যৌথভাবে এক অভিযান চালান। মুজিব বাহিনীর ও গেরিলা বাহিনী প্রচন্ড আক্রমণ পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়।
এসময় কিছু পাকিস্তানি হানাদার বাহিনীকে আটক করা হয়। খোকসা থানা সহ সকল এলাকা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে।১৯৭১ সালে ৪ ডিসেম্বর আজকের এই দিনে হানাদার মুক্ত হয় খোকসা থানা।
দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে, সকালে মুক্তিযোদ্ধা সংসদে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতি পুষ্পমাল অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক এহেতেশাম রেজা। অনুষ্ঠান সভাপতিত্ব করবেন প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha