ভেড়ামারায় ১০ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আধুনিকমানের হুইল চেয়ার বিতরণ করলেন মালদ্বীপ প্রবাসী সমাজসেবক জীবন রহমান মোহন।
শনিবার (২ ডিসেম্বর) বেলা ১২টার সময়,কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরে মালদ্বীপ প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জীবন রহমান মোহন এর উদ্যোগে ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আধুনিক ও উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
পরে ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে,এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু।
বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা ।
বিকলাঙ্গ, চলচ্ছক্তিহীন অটিজম শিশু ও নারী-পুরুষেরা এই হুইল চেয়ার পান। ইতিপূর্বে ও জীবন রহমান মোহন ও একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এলাকায় হুইলচেয়ার বিতরণ করেছেন এবং অন্যান্য সমাজ সেবায় অবদান রেখেছে।
তারই ধারাবাহিকতায় আজ ১০ জন স্বর্ণা, সিমা, হাবীব, মাহিম, নাজমুল, শাহানাজ, সামিয়া, রোকসানা, সাজ্জাদ ও ইয়াসমিন।
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এই হুইলচেয়ার প্রাপ্ত হয়ে নিজেদেরকে ধন্য মনে করছেন। তাদের অভিব্যক্তিতে ফুটে উঠেছে আনন্দের চিহ্ন। হুইলচেয়ার পেয়ে আজ তারা বেজায় খুশি। অনুষ্ঠান স্থলে তারা এলো মাটিতে ছেচড়ে হাতের উপরে ভর করে অনেক কষ্ট করে। কিন্তু অনুষ্ঠান থেকে যাওয়ার সময় তারা সবাই নিজ নিজ হুইলচেয়ারে করে নতুন এক জীবন লাভের মত সন্তুষ্ট চিত্তে তাদের নিজ নিজ বাড়ির দিকে রওনা হন।
উল্লেখ্য, ভেড়ামারার কৃতি সন্তান মালদ্বীপ প্রবাসী জীবন রহমান মোহন শীতার্থ দের কম্বল বিতরন, ১০ টাকায় আহার, করোনা কালীন দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। এছাড়া জীবন রহমান মোহন সমাজের জন্য আরো অনেক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বিভিন্ন সময়ে তার এই ধারাবাহিক সমাজ সেবামূলক কর্মকাণ্ড স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা গণসহ সমাজের সর্বস্তরের মানুষের নিকট প্রশংসা পেয়েছে।
জীবন রহমান মোহন জানান, ভবিষ্যতেও তিনি এ ধরনের সমাজ সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha