বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে ফ্রান্সের প্যারিসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
“আন্তরিকতাই গড়তে পারে সামাজিক বন্ধন” এই স্লোগান নিয়ে রবিবার বন্ধন পরিবারের উদ্যোগে প্যারিসের আভারভিলা অবস্থিত বিডি হলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমিন খান ও তানিয়ার প্রানবন্ত উপস্থাপনায, বন্ধনের সভাপতি শিউলি গিয়াস উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।
এছাড়া বন্ধনের উপস্তিত ছিলেন, বন্ধনের সাধারন সম্পাদক শিমু আক্তার, রেখা হোসেন, জেবিন খান, মিথি, রুপোসরি, লাকি শেখ, নিলা দাস, শর্মি মুৎসুদ্দি, আফরিন, সুজাতা, রুমানা, জলী, মুনমুন, শারমিন, শামসুন নাহার, সোমা মুৎসুদ্দি।
ষ্টলগুলোতে দেশীয় আমেজে অনুষ্ঠিত উৎসবে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার পসরা বসে। পিঠা উৎসবের স্টল জুড়ে স্থান পায় ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, মুগ পাক্কন, কাটা পিঠা, সেমাই পিঠা, মুক সল্লা পিঠা, কলই পিঠা, ঝিনুক পিঠা, বিবি খানা পিঠা, ফুলি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, নারকেল ফুল পিঠাসহ নানা রকমের পিঠা।
উৎসবকে কেন্দ্র করে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রিয় শিল্পী শিউলি গিয়াস, বরন বড়ুয়া, আমিন খান, রঞ্জিত বড়ুয়াসহ প্যারিসের বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha