চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন ও দাখিল করেছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ৯ জন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ৭ জন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
তিনটি আসনে নৌকার তিন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আ.লীগের মনোনয়ন না পাওয়া ৫ জন স্বতন্ত্র প্রার্থী। এছাড়াও তিনটি আসনে বিএনএফ থেকে ৩ জন,জাতীয় পার্টির ৩ জন, বিএনএম থেকে ১ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে ১ জন, বাংলাদেশ কনগ্রেস থেকে ১ জন, এনপিপি থেকে ২ জন, জাকের পার্টি থেকে ৩ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট মনোনয়ন ফরম উত্তোলন করেন ২৩ জন প্রার্থী। তাদের সকলেই মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন-
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাবেক এমপি গোলাম রাব্বানী ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম বাচ্চু; চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ডা. গোলাম রাব্বানী।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন ৯ জন।
এরমধ্যে আ.লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ০২ জন। মনোনয়নপত্র দাখিল করেছেন, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বতন্ত্র প্রার্থী সাবেক ও এমপি গোলাম রাব্বানী (আ.লীগ), সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (আ.লীগ),বিএনএফ মনোনীত নুরুল ইসলাম জেন্টু, জাতীয় পার্টির অধ্যাপক আফজাল হোসেন, জাকের পার্টির মো. আব্দুর রহিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মো. শামসুল হোদা, এনপিপি মনোনীত প্রার্থী আব্দুল হালিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ৭ জন প্রার্থী। তারা হলেন, নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ মুহা. জিয়াউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু ,বিএনএফ মনোনীত আজিজুর রহমান। বাংলাদেশ কনগ্রেস আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির অ্যাড. আব্দুর রশীদ, জাকের পার্টির মো. মানিক ।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন, নৌকার প্রার্থী ও বর্তমান সাংসদ আব্দুল ওদুদ, জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মুকুল, বিএনএম মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল মতিন, বিএনএফ মনোনীত কামরুজ্জামান খান, এনপিপি মো. নাহিদ আহমেদ, স্বতন্ত্র ডা. গোলাম রাব্বানী (আ.লীগ), ও জাকের পার্টি মনোনীত বাবলু হোসেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha