আজকের তারিখ : এপ্রিল ২২, ২০২৫, ২:৪৬ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ১, ২০২৩, ৬:৪৯ পি.এম
পার্বত্য চুক্তির ২৬ বছরে নানা কর্মসূচির আয়োজন

ঐত্যিহাসিক পার্বত্য চুক্তির ২৬ বছর উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে
অফিসার্স ক্লাবের মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ১০ঃ৩০ মিনিটে
অফিসার্স ক্লাব প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী এবং আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিপল বাপ্পী চাকমা সহ মেডিকেল ক্যাম্পেইন এর সুবিধাভোগীরা।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিভাগের ব্যবস্থাপনায় মেডিসিন বিভাগ, হৃদরোগ বিভাগ, শিশু বিভাগ, স্ত্রী ও প্রসূতি বিভাগ, অর্থোপেডিক বিভাগে চিকিৎসা সেবা প্রদান করার পর অসহায় দুস্থদের মাঝে ফ্রি ঔষধ বিতরন করা হয়েছে।
এরপর জেলা গ্রন্থাগার মিলনায়তনে পার্বত্য চুক্তির গুরুত্ব বিষয়ে শিশু কিশোরদের মাঝে রচনা ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা সহ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ভ্রাম্যমান সংগীত পরিবেশনা র্যালী বের হয়।
সেই সাথে আজ সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম চুক্তির উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রর্দশনী হবে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- পার্বত্য চুক্তির কারণেই পার্বত্যাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। পাহাড়ের মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। সকল ধরনের সহিংসতা দূর হয়ে পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠির ভাগ্যন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আজ পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে বইছে উন্নয়নের সুবাতাস।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha