নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা রেঞ্জের সংরক্ষিত বনের গাছ কেটে ভূমি পরিষ্কার করার সময় নুর নবী প্রকাশ মিলন মাঝি (৫০) নামে এক জনকে আটক করেছে বন বিভাগের বন কর্মকর্তা।
আটক নুর নবী প্রকাশে মিলন মাঝি জাহাজমারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আব্দুল করিমের ছেলে। রাতে আটক নুর নবীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে জাহাজমারা ইউনিয়নের চর ইউনুছের হাজির গোপটের পশ্চিমে সংরক্ষিত এলাকায় মিলন মাঝিসহ ৫/৬ জন জমি দখলের উদ্দেশ্যে ম্যানগ্রোভ বনের প্রায় দেড় একর জমিতে থাকা গেওয়া ও কেওড়া গাছ কেটে ভূমি পরিষ্কার করছেন।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মিলন মাঝিকে ঘটনার স্থান থেকে আটক করা হয়। ঘটনার স্থান থেকে বনের গাছ কাটার করাত ও দা উদ্ধার করা হয়।
এসময় সদ্য কাটা ১ ফুট আকারের ৫০০ টি গেওয়া গাছের চারা, ৫ টি কেওড়ার মোথা, ২৯.১৬ ঘনফুট কেওড়া কাঠ, গাছ কাটার দা ও করাত জব্দ করা হয়। এসব গাছের চারা ও কাঠ কাটার ফলে বনবিভাগের প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জাহাজমারা সদর বিট বন কর্মকর্তা বোখারী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha