দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে দেশজুড়ে প্রার্থীদের মাঝে ব্যস্ততা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা।
এদিন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে প্রার্থীদের। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ অন্যান্য কয়েকটি দল ও স্বতন্ত্র প্রাথীরা শোভাযাত্রাসহ মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি শোভাযাত্রাসহ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এরপর সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর মনোনয়ন পত্র তার পুত্র ইমরান চৌধুরী কলিন্স নেতা কর্মীদের সাথে নিয়ে জমা দেন।
বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আরো এক স্বতন্ত্র প্রার্থী এই আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল বিশ্বাস নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদের মনোনীত প্রার্থী মো. শরিফুল কবির স্বপন, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির প্রার্থী মো. মজিবুর রহমান, মুক্তিজোটের প্রার্থী মো. সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন। এছাড়াও কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী শাহারিয়ার জামিল জুয়েল মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
তবে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা শেষদিনেও জমা দেয়নি বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আজিম আলি। দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এসময় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের জন্য দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি)মো. শাহীদুল ইসলাম, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সহ রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha