নোয়াখালীতে ফেসবুকে সরকারবিরোধী উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেফাজতে ইসলামের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম মাওলানা ইমরান নোমানী (৩৩)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জেলা শহর মাইজদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হেফাজতের নোয়াখালী জেলা কমিটির সহপ্রচার সম্পাদক। তিনি সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের বাসিন্দা মাওলানা নোমানুর রশীদ আশ্রাফীর ছেলে।
হেফাজত নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মাওলানা ইমরান নোমানী তাঁর ফেসবুক থেকে তিন-চার দিন ধরে সরকারবিরোধী নানা উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছেন।
গোপন সূত্রে বিষয়টি জানার পর তদন্তে সত্যতা পাওয়ায় গতকাল দিবাগত রাত একটার দিকে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha