আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ১২:৩৬ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৮, ২০২৩, ৩:১৮ পি.এম
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেটকাটা বক্কর কে গ্রেফতার করেছে র্যাব

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বক্কর শেখ ওরফে পেটকাটা বক্কর কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গতকাল ২৭ নভেম্বর আনুমানিক ১১.৫০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৫/২০১৫ ইং। কোতয়ালী জিআর নং-২২৭/২০১৫, ধারাঃ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ বক্কর শেখ @ পেটকাটা বক্কর (৪৮), পিতা- শেখ সাদেক, সাং- গৌরি লক্ষ্মীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত বক্কর শেখ উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানী ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha