জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষ জোট থাকুন আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবাইদুল কাদের কি বলেছেন, সেটা তিনিই ভালো জানেন।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। এছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।
ইনু আরো বলেন, বিএনপি জামায়াত এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে রাজনীতি এখনও নিরাপদ নয়। সেই কারনে এখনও জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি। ইনু বলেন, তিনি জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ২৬ নভেম্বর রোববার দুপুর ২টার সময় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে সহকারি রিটানিং অফিসার আকাশ কুমার কুন্ড’র নিকট আনুষ্ঠানিক ভাবে কুষ্টিয়া-২ (ভেড়ামারা -মিরপুর) আসনের মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, আফরোজা হক রিনা এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারন সম্পাদক এস এম আনছার আলী, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুৃটুল, ইউপি চেয়ারম্যান আ: হাফিজ তপন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha