আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৩:১৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২৬, ২০২৩, ৭:৩৫ পি.এম
নড়াইলে মেঘনাসিম সুপার ডিলাক্স সিমেন্টের মেজবানি প্রীতিভোজ অনুষ্ঠিত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর অংগ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর মেঘনাসিম সুপার ডিলাক্স সিমেন্ট কর্তৃক আয়োজিত নড়াইলের সিমেন্ট দোকানদার, রাজমিস্ত্রি ও ইন্জিনিয়ার নিয়ে মেঘনাসিম সুপার ডিলাক্স সিমেন্টের মেজবানি প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর দুপুরে নড়াইলের লোহাগড়ার নিরিবিলি পার্কে দোকানী, ইন্জিনিয়ার ও এলাকার রাজমিস্ত্রিদের নিয়ে রেফেল ড্র, ম্যাজিক শো ও কমন গিফটের আয়োজন করা হয় মেঘনাসিম সুপার ডিলাক্স সিমেন্টের ব্যবস্থাপনায় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ খোরশেদ আলম, নড়াইল জেলার পরিবেশক তাসিন এন্ড সাইফ ট্রেডার্স এর স্বত্বাধিককরী খান তসরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সি. এস. ও সনজিব কুমার সাহা, সিনিয়র জি. এম কাজি মো: মহিউদ্দিন(ব্রান্ড) সিনিয়র ডি. জি. এম হেদায়েত হোসেন লুমেন, এ. জি. এম খান জাফর আলতাফ প্রমুখ।
অতিথিরা জানান, মেঘনাসিম ডিলাক্স ব্রান্ড নতুন করে সুপার ডিলাক্স করা হয়েছে। এতে এখন বেশি করে ক্লিংকার দেওয়া হয়েছে মজবুত বন্ডিং এর জন্য। এবং ৭০%--৮৯% ক্লিংকার আছে।
প্রাণবন্ত উৎসব উদ্দীপনার এ অনুষ্ঠান শেষে সকলের জন্য মেজবানি ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha