আজকের তারিখ : নভেম্বর ২৯, ২০২৪, ১:৪৫ এ.এম || প্রকাশকাল : নভেম্বর ২৩, ২০২৩, ১১:৫৯ পি.এম
ফরিদপুরে গৌড় গোপাল বিগ্রহ মন্দিরের শতাব্দি জয়ন্তি উৎসব পালিত
ফরিদপুরের গোয়ালচামটের গৌড় গোপাল বিগ্রহ মন্দিরের শতাব্দি জয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা সংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুরু হয় পবিত্র বেদ মন্ত্র পাঠ, শ্রীমৎ ভগবত গীতা পাঠ , এবং মঙ্গল প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমে।
এতে গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা গীতা পাঠ বেদ মন্ত্র পাঠ করেন।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
বিশেষ অতিথি ছিলেন ডঃ মনোজ মোহন শাস্ত্রী জি পূর্ণাচার্য (বৃন্দাবন ভারত) প্রণব মঠের অধ্যাপক শ্রীমৎ সঙ্গীতানন্দজি মহারাজ ইসকন ফরিদপুরের অধ্যক্ষ সত্য চৈতন্য দাস ব্রহ্মচারী, শ্রী রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ সূরবরানন্দ, অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌড় গোপাল আঙ্গিনার ম্যানেজিং কমিটির ট্রাস্টি সজল কুমার সিংহ রায়, প্রফেসর অসীম কুমার সাহা, অলোক কুমার বোস (স্বপন), অ্যাডভোকেট মানিক মজুমদার, চির রঞ্জন দে।
অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক চন্দ্র মোহন হালদার।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সূর্য কুমার মন্ডলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha