আজকের তারিখ : মে ১২, ২০২৫, ২:২৫ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২৩, ২০২৩, ৬:৫৯ পি.এম
রাসেল অপহরণের ঘটনায় ৩ জন আটকঃ চেষ্টা চলছে উদ্ধারের

খাগড়াছড়িতে ব্যবসায়ী রাসেল অপহরণের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে, চলছে উদ্ধারের চেষ্টা।
কাঠ ব্যবসায়ী মো: শফিকুল ইসলাম রাসেল (২৭) অপহরণের ঘটনায় জড়িত থাকায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে। যার মধ্যে ২ আসামী সম্পর্কে স্বামী-স্ত্রী। ভিন্ন ভিন্ন অভিযানে গত দু‘দিনে আসামীদের কে চট্টগ্রাম ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিং'র মাধ্যমে তথ্য প্রদান করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, গ্রেফতারকৃতদের তথ্যের উপর ভিত্তি কর অপহৃত রাসেলকে উদ্ধারের চেষ্টা চলছে জোরসোর ভাবে। তিনি জানান জুয়া খেলায় লেনদেন বিষয়ক সূত্রের জের ধরে কাঠ ব্যবসায়ী রাসেলকে অপহরণ করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনার সূত্রে উধঘাটনে পৌছাতে সম্ভব হয়েছে। ঘটনার প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভির হাসান জানিয়েছেন, এই ঘটনার জেরে গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মিয়া ধন চাকমা (২৭) ও তার স্ত্রী সন্ধ্যা চাকমাকে (২৪) চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে এবং ধনঞ্জয় চাকমাকে (৫৫) জেলার দীঘিনালা থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবদেন করা হয়েছে।
উল্লেখ্য, গত ০৯ নভেম্বর খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের আমবাগান এলাকায় অপহৃত হন রাসেল (২৭)। পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকার মুক্তিপণ নিয়েও তাকে ছেড়ে দেয়নি অপহরণকারীরা।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha