কুষ্টিয়ার ভেড়ামারা মহিলা কলেজ সরকারিকরণ ও শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা চালু হওয়ায় ২৩ নভেম্বের বৃহস্পতিবার সকাল ১১টার সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে শহরে বিশাল এক আনন্দ র্যালি বের হয়। র্যালীতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ উল্লাস করতে দেখা যায়। কলেজ থেকে শুরু হওয়ায় আনন্দ র্যালিটি শহর ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ করেন।
সেখানে জাতির-পিতা-বঙ্গবন্ধু-শেখ-মুজি
বক্তব্য রাখেন,ভেড়ামারা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক । ভারপ্রাপ্ত অধ্যক মোঃ আনিসুর রহমান। কলেজের প্রভাষকদের মধ্যে বক্তব্য রাখেন,জিয়ারুল ইসলাম জিয়া। শামিমুর রহমান ও আমিরুল ইসলাম প্রমুখ।
ভেড়ামারা মহিলা কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে কলেজটি সরকারিকরণের লক্ষে কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ নানাভাবে চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সভাপতি ও মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর অত্র কলেজ কে জাতীয় সরকারী করণ করেন। তারই ধারাবাহিকতায় আজ ২৩ নভেম্বের কলেজের শিক্ষক-কর্মচারীদের সরকারীকরণ বেতন-ভাতা চালু হয়।
আনন্দ র্যালি শেষে মোট ৮২ জন শিক্ষক-কর্মচারীবৃন্দ ভেড়ামারা সরকারি মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের কাছে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha