রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার আফসার মল্লিকের বাড়ীর অদূরে ভাতশালা পশ্চিম মাঠের ধানের ব্লকের জল মটর ও বৈদ্যুতিক মিটার সোমবার (২০ নভেম্বর) রাতে চুরি হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাড়ীর লোকজন ধানক্ষেতে সেচ দিতে গিয়ে দেখেন-বোরিং পাইপের ভিতরস্থ জল মটর এবং পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে স্থাপিত বৈদ্যুতিক মিটার কে বা কাহারা চুরি করে নিয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে সরেজমিন আফসার মেম্বারের নাতিছেলে তানজিল মল্লিক জানান, ২০ নভেম্বর বিকালে তারা বøকে কাজ করে মেশিন যথাযথভাবে রেখে তারা বাড়িতে যায়। আজ (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে একটি ধানেক্ষেতে সেচ দিতে গিয়ে দেখতে পান মেশিন ঘরের টিনের তৈরী দরজার জিআই তার কেটে ঘরে ঢুকে কে বা কাহারা জল মটর এবং পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে স্থাপিত বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে এবং ১৫৫ ফুট বোরিং পাইপের ভিতর ইট ফেলে ক্ষতিসাধন করেছে। গভীর ষড়যন্ত্র করে ব্লকের ক্ষতি করা হচ্ছে বলে তানজিল মল্লিক দাবী করেন।
গ্রামের বাইরে থাকায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ব্লকের মালিক ও ইউপি মেম্বর আফসার মল্লিক জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে প্রায় ৭একর জমিতে (নিজের জমিসহ অন্যান্য চাষিদের) ব্লক করে তিনি কৃষি চাষাবাদ করছেন। প্রথমে শ্যালো মেশিন দিয়ে ব্লকে চাষাবাদ করা হয়। ২বছর হলো ব্লকে জল মটর স্থাপন করা হয়েছে। গভীর ষড়যন্ত্র করে তার ব্লকে ক্ষতিসাধন করা হচ্ছে বলে দাবী করেন তিনি। একই সাথে তিনি চুরির ঘটনা সুষ্ঠু তদন্তের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha