জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ঐতিহাসিক আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল (অব.) শওকত আলীর তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) ঢাকা মহানগরের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া পদকে ভূষিত কর্ণেল (অব.) শওকত আলীর সহধর্মিনী, মুক্তিযোদ্ধা সংহতি রিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী।
সংগঠনের ঢাকা মহানগর সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মুসপ-এর ভাইস-চেয়ারম্যান ড. নীমচন্দ্র ভৌমিক, মেজর (অব.) রেজাউল করিম রেজা, মোঃ ইউনুস মিয়া, নাজমা ওসার, কোষাধ্যক্ষ তালুকদার ওমর আলী, ভারপ্রাপ্ত মহাসচিব হাসান-উজ-জামান, যুগ্ম মহাসচিব শেখ শহীদুল সলাম, ডা. খালেদ শওকত আলী (আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য), সাংগঠনিক সচিব মাহমুদুর রহমান খোকন, এনামূল হক আবুল, সমবায় সচিব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ভাগ্নে, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ তালুকদার, সাংস্কৃতিক সচিব মোঃ মোহসিন, ঢাকা মহানগর মিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন নন্দী সহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ঐতিহাসিক আগরতলা মামলার আসামি, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, ৬ বারের জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী ছিলেন বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাক্ষী। শওকত আলীর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর দেখানো পথে দেশকে মুক্তিযুদ্ধের চেতনার দিকে এগিয়ে নিতে হবে।
উল্লেখ্যঃ ২০২০ সালের ১৬ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha