ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের সাতাবড়িয়া গ্রামের বাসিন্দা মহান স্বাধীনতা যুদ্ধের অপারেশন জ্যাকপটের অন্যতম নৌ-কমান্ডো, বীর মুক্তিযোদ্ধা হুমাউন কবীর (৭০) মারা গেছেন।
মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে নিজ বাড়িতে মারা যান (ইন্নালিল্লাহি .......রাজিউন। তিনি দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সার রোগে ভূগছিলেন।
হুমাউন কবীরের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাঁর লাশ নন্দীগ্রাম করবস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
জানা যায়, খুলনা হিরণ পয়েন্টে ক্যাপ্টেন নৌ-কমান্ডো হুমাউন কবীর মুক্তিযোদ্ধা শুরু হওয়ার আগে কিছুদিন ইস্ট পাকিস্তান পুলিশে কর্মরত ছিলেন। নৌ-কমান্ডে যোগ দেয়ার আগে খুলনা নিউজপ্রিন্ট মিল থেকে পাকিস্তানি বাহিনীর প্রথম প্রতিরোধে নেতৃত্ব দেন। অপারেশন জ্যাটপটের ছয় পয়েন্টের একটিতে ক্যাপ্টেন ছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha