থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, মুশাগাড়ী গ্রামের ইয়াসির আলীর ছেলে জাহিদুল ইসলাম প্রতিবেশী এক যুবতী (১৯) কে নানাভাবে উত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে ওই মেয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের কাছে ছাগল চরাচ্ছিল।
এ ব্যাপারে মেয়েটির পিতা বৃহস্পতিবার থানায় জাহিদুলের বিরুদ্ধে তার মেয়েকে যৌন হয়রানীর অভিযোগে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫