আজকের তারিখ : জানুয়ারী ১৫, ২০২৫, ৯:২৭ পি.এম || প্রকাশকাল : নভেম্বর ২০, ২০২৩, ৬:৫৩ পি.এম
খোকসায় নবান্ন উৎসবে ধান কাটা উদ্বোধনঃ রোপা আমনের বাম্পার ফলন
কুষ্টিয়ার খোকসা নবান্ন উৎসবে রোপা আমন ধান কাটা উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শোমসপুর মাঠে এই নবান্ন উৎসবে ধান কাটার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, থানা অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক আজিজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিলন চাকমা, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, কৃষক রিয়াজ মল্লিক প্রমুখ। ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সবুজ কুমার সাহা।এ বছর উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে।
এবার লক্ষ্যমাত্র ধরা হয়েছিল ৬ হাজার ৭শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৬ হাজার ৯শ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়। বিঘা প্রতি ধানের ফলন ২০ থেকে ২৫ মন হচ্ছে বলে উপস্থিত কৃষকগণ জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক, সুধী ও সাংবাদিকগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha