ফরিদপুরের বোয়ালমারীতে এক জনপ্রতিনিধি কর্তৃক এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই জনপ্রতিনিধি হলেন উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) মো. জাহাঙ্গীর শিকদার (৩৫)। তিনি ওই ইউনিয়নের মুড়াইল গ্রামের ইব্রাহীম শিকদারের ছেলে। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে ওই গৃহবধূ বর্তমানে সাত মাসের অন্ত:স্বত্ত্বা বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর অসহায় দরিদ্র স্বামী এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী পরের বাড়িতে কিংবা অন্যের ক্ষেতে খামারে কাজ করে সংসার চালান। আর গৃহবধূ সহজ সরল প্রকৃতির বুদ্ধি প্রতিবন্ধী। মাঝে মধ্যে ইউপি সদস্য মো. জাহাঙ্গীর শিকদার তার বাড়িতে কাজের জন্য ওই গৃহবধূকে নিয়ে যেতেন। এক পর্যায়ে সহজ সরলতার সুযোগে ভয়-ভীতি দেখিয়ে গৃহবধূকে প্রায়শ: ধর্ষণ করতেন। দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে গৃহবধূ অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েন। বর্তমানে তিনি ৭ মাসের অন্ত:স্বত্ত্বা। গৃহবধূ তাকে ধর্ষনের কথা সম্প্রতি তার স্বামীকে খুলে বলেন। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। অভিযুক্ত ইউপি সদস্য (মেম্বার) বর্তমানে পলাতক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ভূক্তভোগী গৃহবধূর স্বামী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত রবিবার লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, বিষয়টি আমিও জেনেছি। ইউএনও অভিযুক্ত মেম্বারকে শোকজ করেছেন। মেম্বার কি জবাব দেয় দেখা যাক। তিনি আরো বলেন, আমরা জনপ্রতিনিধিরা বিভিন্ন অপরাধের বিচার করি, আর এখন আমরাই বিচারের মুখোমুখি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, আমরা তাকে শোকজ করেছি। এ ব্যাপারে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha